নিশ্চুপ অন্ধকার !
শান্ত আঁচলে আশ্লিষ্ট নিরবতা ;
হৃদয়ের বাগে শান্ত স্মৃতি বৃক্ষরাজির
ছায়ে সহস্র স্বপ্নের সমাধি ;
আধূত শাখী হতে পত্রের নির্মোচন
নির্মোকের ন্যায় সমাধির পরে ।


অনুভব করে আলাপন :
সমাধি অন্তরে তাদের শান্তির ঘুম,
দৃঢ় আবরণের নিগূঢ়ে, সন্মুখে ।
এক পশলা বৃষ্টি থেকে উদগির্ণ
যন্ত্রণার প্রদীপ !


হয়তো একদিন আমি
নিশ্চুপ ঘরের ভিতর,
অনেকটা পথ পেরিয়ে গেছি......
দরজায় কড়া নেড়ে নামল বাস্তবে
কোন একটা সমাধির ভিড় থেকে,
সেদিন শূন্যতা পূরণ করতে ঘুমিয়ে যাবে
আর একটা স্বপ্ন নিশ্চুপ অন্ধকারে ।  


রচনা : ২০/১০/২০১৩