যা রে বৃষ্টি যা দুরের দেশে যা
পাকা ধানে মই দিস না
ছড়িয়ে দুটি পা,
যা রে বৃষ্টি যা দুরের দেশে যা ।


তুই ফিরে যারে ঘোমটা মাথায়
শরত শেষের এই বেলাটায়
কাটিস না আঁক সুখের কাঁথায়
জড়িয়ে দুটি পা,
যা রে বৃষ্টি যা দুরের দেশে যা ।


আসবি বৃষ্টি আষাঢ় বেলায়
ঝরো ঝর ঝর ঝরনা ধারায়
কাঁদছে কৃষক তোর এই খেলায়
নিয়েছে হাতে দা,
যা রে বৃষ্টি যা দুরের দেশে যা ।


হয়েছে সবুজ পাতাগুলো গাছে
কিন্তু কি করে পাকা ধান বাঁচে !
মাঠের পানেতে ওই চেয়ে আছে
গরীব দুখী মা,
যা রে বৃষ্টি যা দুরের দেশে যা ।


কান্নার জল বৃষ্টিতে মেশে
ব্যর্থ হয়ে যে চলে যায় ভেসে
নিরাশার আলো ঢাকে অবশেষে
সবুজে ঘেরা গাঁ,
যা রে বৃষ্টি যা দুরের দেশে যা ।


যা রে বৃষ্টি যা দুরের দেশে যা
পাকা ধানে মই দিস না
ছড়িয়ে দুটি পা,
যা রে বৃষ্টি যা দুরের দেশে যা ।


রচনা : ২১/১০/২০১৩