সকাল হলেই রোদের ঝিলিক
সন্ধ্যে হলেই বৃষ্টি,
সন্ধ্যাতারায় দেখি যে তোমার
কাজল চোখের দৃষ্টি ।


ধূলোয় মিশিয়ে স্বপ্ন হাজার
প্রেমকে করেছ নষ্ট,
আঁচলটা ভরে দিয়ে গেছ তুমি
অনন্ত নীল কষ্ট ।


দিয়েছিলে সুখ দিয়েছিলে কথা
দিয়েছিলে শত যুক্তি,
অভিনয় করে আজ সেই তুমি
নিয়ে নিলে চির মুক্তি ।


তোমাহীনা এই জীবনে হয়েছে
বর্ণমালার সৃষ্টি,
আজও চেয়ে দেখি করুণ তোমার
কাজল চোখের দৃষ্টি ।


নিঝুম প্রহর জোনাকি প্রদীপ  
নিরবতা ভরা রাত্রি,
উষর জমিনে অগোচরে আমি
হেঁটে যাওয়া এক যাত্রী ।


চলে যায় দিন ফিরে ফিরে আসে
তারা ভরা কত সন্ধ্যা,
সৃজনশীল এই হৃদয় হয়েছে
অনন্ত দুখে বন্ধ্যা ।


রচনা : ২২/১০/২০১৩