খোলা জানালায় বাতাসের গান
অনুভবে যায় ডেকে,
শিউলির ডালে কথা বলে যায়
সৌরভ গায়ে মেখে ।


আকাশটা ডাকে আয় চলে আয়
দিগন্তে হবে দেখা -
সেখানে আমার মাটির বুকেতে
মিলনের রেখা আঁকা ।


খোলা মাঠ ডাকে দু 'হাত বাড়িয়ে
পলাশের বন ছাড়ি -
আয় চলে আয় বাঁধবি রে যদি
সুখের স্বপ্ন বাড়ি ।


সবুজের বুকে ধূলিমাখা পথ
বয়ে গেছে ওই দূরে,
বহুদূর থেকে যেন ডেকে যায়
তন্দ্রা জড়ানো সুরে ।


তালবন ধারে চুপিসারে ডাকে
সোনালি ধানের ক্ষেতে -
চলে আয় তোর নগ্ন পায়েতে
শিশিরের ছোঁয়া দিতে ।


অবশেষে দেখি কবিতারা ডাকে
প্রকৃতির গানে গানে,
বৃষ্টিরা এল কবিতা ঝরল
নিশ্চুপ অভিমানে ।


রচনা : ২৩/১০/২০১৩