নিঃসঙ্গ নিরব আমি চেয়ে থাকি দূরে
সুখগুলো নিয়ে গেছে বাঁকা পথ বেয়ে,
সাঁতরে চলেছি আমি অপেক্ষা সাগরে
ফিরবে কখন সেই সুখহরা মেয়ে !
সন্ধ্যাবেলা সন্ধ্যাতারা পশ্চিমেতে জ্বলে
যন্ত্রণারা জ্বলে হৃদে - দগ্ধ মরুভূমি !
ওগো মেয়ে দাও ঠাঁই তোমার আঁচলে
সুখের সোহাগ নিয়ে ফিরে এস তুমি ।


ব্যর্থতার হাত ধরে অশ্রুটুকু নিয়ে
কত রাত কত দিন কত পথ হাঁটি,
ওগো মেয়ে তোমারে যে স্বপনে সাজিয়ে
অবশেষে দেখি হাতে দুই মুঠো মাটি ।
বেহায়া হৃদয় মোর কাঁদে সারাবেলা
সুখ দাও ওগো মেয়ে, কেন অবহেলা !


রচনা : ২৪/১০/২০১৩