যে পথ চলেছে সবুজের বুকে
সেই পথে চাই যেতে,
শিশিরের জলে দুই পা ভিজিয়ে
সোনালী ধানের ক্ষেতে ।


ওই পথে আছে আলোর ঝরনা
ভরে না অন্ধকারে,
ছায়া ঘেরা দুর তালবন ছাড়ি
যেতে চাই পথ পারে ।


ওই পথে কত রামধনু রঙা
প্রজাপতিদের মেলা,
খোলা প্রান্তরে ঘাসফুল ছুঁয়ে
কত বিহগের খেলা ।


ওই পথ বুকে শান্ত ধূলির
পরশে তৃপ্তি আসে,
অনন্ত সুখে বুকেতে জড়িয়ে
যতনে যে ভালোবাসে ।


ওই পথ মাঝে হারিয়ে ফেলেছি
সুমধুর ছেলেবেলা,
পথের সাগরে বয়ে চলে যায়
স্মৃতির শান্ত ভেলা ।  


ওই পথ ধরে হেঁটে গেছে মেয়ে
আমার জীবন ছাড়ি,
স্মৃতির বাতাসে উড়ে আজও তার
নীল আঁচলের শাড়ি ।


ওই পথেতেই হারাব যে আমি
শান্তির কোলাহলে,
ওই পথেতেই মুক্তি আমার
ক্রন্দসী রেখা তলে ।


ওই পথে যাব যেখানে আকাশ
পেয়েছে মাটির ছোঁয়া,
সেখানেতে কোনো পোড়ে না রে মন
ওঠে না রে কোনো ধোঁয়া ।


রচনা : ২৫/১০/২০১৩