গ্রাম জুড়ে উঠেছে কান্নার রোল
শুধু কয়েক পশলা বৃষ্টির কারনে !
পরিপক্ক শষ্যেরা উন্মুক্ত প্রান্তরে
অন্তিম শয্যায় ;
চারিদিকে হাহাকার.......
ঘরে চেয়ে আসে উপবাসী উনুন,
বাসি ছাই ;
শুধু অন্ধকার.........
খামারে উঠবে না শষ্যের মরাই
উঠবে না খড়ের পালুই
জ্বলবে না নবান্নের প্রদীপ
শুধু মৃত সুখের কঙ্কাল প্রান্তর জুড়ে
কয়েক পশলা বৃষ্টির কারনে !


রচনা : ২৮/১০/২০১৩