ওগো মেয়ে
অনন্ত শূন্যতার সাগরে আমাকে ডুবিয়ে
তুমি আজ হেঁটে গেছ এক অবার্চীন সরণিতে,
নীল শাড়ির আঁচলে বেঁধে নিয়ে গেছ
আমার সপ্তসুর ;
বেসুর এলোমেলো গানের ভীতে মুমূর্ষ নষ্ট স্বরলিপি !


অনন্ত শূন্যের মাঝে আমি এক ম্লান তারকা  
নিগূঢ়ে, উদগির্ণ স্বল্পালোকের বন্ধনে তুমি দুর্মর ।
একটা নিষ্পাপ শিশুর মতো তুমি আজ কত সুখী
আমার সুখে পদাঘাত করে !
তোমার নৃত্য অহর্নিশি
আমার মৃদঙ্গ সুখের সমাধির পরে ।
ক্ষীণ আলোয় আমার জীর্ণ হাসির ভঙ্গুর কঙ্কাল ;
তোমার ক্রমবর্ধমান পদক্ষেপ অবার্চীনের তরে.........


রচনা : ৩০/১০/২০১৩