(১)


অকুল সাগরে আমি
ছিন্ন পাতা জানি
নিগূঢ়েতে ভেসে যাই
বয়ে যায় পানি ।


      (২)


দূরশূন্য পরে আমি
ক্ষুদ্র মেঘমালা
ক্ষুদ্র পরিসরে মোর
কেটে যায় বেলা ।


রচনা : ০২/১১/২০১৩