রিক্ত খেয়াঘাট
তরীগুলো ঘরমুখো হয়নি আর
নষ্ট হয়েছে পারাপার ;
প্রবাহিনীর মৃদু তরঙ্গ ভেঙে
সেই কবে চলে গেছে সব,
পড়ে আছে গোটাকয়েক ভগ্ন তরী
আর ছিন্ন দড়ি
সিক্ততার আলিঙ্গনে ;
হারিয়েছে আঁধারের আলাপনে
সেই গলিপথ, যে পথে ছোঁয়া যায় খেয়াঘাট
ছোঁয়া যায় প্রবাহিনীর শান্ত তরঙ্গের সুখ ।
মনে হয় তপ্ত বালুর ধূ ধূ মাঠ
আবৃত বিষাদের আঁচলে উর্বর মুখ ;
সেই খানে থেমে গেছে সব গান
মনে হয় মুখ ঢেকে বসে আছে কুমারীর সন্তান ।


রচনা : ০৪/১১/২০১৩