রঞ্জিতা, কতদিন দেখিনি তোমাকে
তবুও দেখে যাই প্রতিরাতে
যখন গাঢ় আঁধারের আলাপনে
মৃত্যু হয় আমার,
জেগে থাকে চেতনার চিৎকার ।
প্রশান্তি ভরা আঁচলে ঢেকে দাও
আমার মৃতদেহ,
আশ্লিষ্ট চেনা ঘ্রাণ ছুটে যায়
আমার রক্তের ভিতর
শরীরের অলিগলি বেয়ে ।
রঞ্জিতা, প্রতিরাতে মৃত্যু হয় আমার
যখন তোমার পদার্পণ
আধূত চেতনার ভিতর ।
সময়ের হাত ধরে
তুমি আজ বহুদূরে
উত্তুরে তারাটার মতো জেগে আছ
কারও অবার্চীন আকাশে,
চেয়ে আছ এক ধ্বংস স্তুপের দিকে;
অসমাপ্ত ইতিহাসের ছেঁড়া পাতা
উড়ে যায় দখিনা বাতাসে.....


রচনা : ১০/১১/২০১৩