রঞ্জিতা, তোমার জলধি বুকে পড়ে ছিল ভাটা,
বলেছিলাম - উত্তাল হও !
শুধু নিরবতার গান শুনিয়ে গেলে........
আমার অশান্ত লহরী চুম্বিতে চেয়েছিল
তোমার উত্তালতা,
তুমি ছিলে প্রশান্ত নীলিমার মতো.......


রঞ্জিতা, জোয়ার কি এসেছে এই পূর্ণিমাতে ?
কোথায় কোন জলধির সাথে একাত্ম হলে তুমি ?
আমি যে বড়ো ক্লান্ত হয়ে গেছি !
শান্ত লহরী গভীর অশান্তির বুকে বেঁধেছে খেলাঘর !

রঞ্জিতা, হয়তো তোমার জলধি বিনিদ্র হবে একদিন
একাত্মতার আকাঙ্খায় ;
প্রবল বর্ষণ উন্মাদ জোয়ারে
দুই জলধি ছুটে আসবে উত্তালতায় !
সেদিন হয়তো মাঝে জন্ম নেবে প্রকান্ড গিরি !
মিলনের অভিপ্রায় ঘুমিয়ে যাবে,
সব জল উবে যাবে গভীর নীলিমার বুকে.......
বহুযুগ পেরিয়ে যাবে
বহুকাল পেরিয়ে যাবে.......
হয়তো একদিন ক্ষয়ে যাবে বাধা !
অবার্চীন জনমে জনম নেব এক অবার্চীন বর্ষণে ;
রঞ্জিতা, তোমাকে সেদিন ঠিক খুঁজে নেব
সহস্র জলধির মাঝখানে ।


রচনা : ১২/১১/২০১৩