যখন আমি একলা জেগে ক্লান্তি ঘরে
বলল যে চাঁদ আছি জেগে রাত্রি ভোরে ।
যখন আমি পেলাম হঠাৎ ঘুমের পরশ
স্বপ্ন বলে তোর থেকে যে নইকো দূরে ।


যখন আমি ঘুমের দেশে হারিয়ে গেছি
অতীত বলে আমি যে তোর পাশেই আছি ।
যখন আমি প্রিয়তমার হাতটি ধরি
প্রিয়া বলে তোর স্বপনের তলেই বাঁচি ।


যখন আমি আলতো জাগি রাতের শেষে
বিদায় বন্ধু - রুপোলি চাঁদ বলে হেসে ।
যখন আমি রোদ মাখানো বারান্দাতে
হৃদয় বলে এ কোন আমি নূতন দেশে !


যখন আমি ভাবনা ভরি ভর দুপুরে
লেখনী বলে টান আমারে নবীন সুরে ।
যখন আমি হারিয়ে যাই গহীন বনে
কবিতা বলে তোর থেকে যে নইকো দূরে ।


রচনা : 08/04/2008