ওগো, তুমি কি ঘুমিয়ে গেছ ?
যেমন করে ঘুমিয়ে আছে সহস্র বীজ মাটির তলায় ;
অঙ্কুরিত হয় একদিন
রৌদ্র জল বাতাসের পরশ লাগে তাদের গায় ।
এই আমার অনিত্য জীবনের মাটিতে
তুমি কি জাগবে না কোনোদিন ?
কোনোদিন কি বাজবে না তোমার জাগরনের বীণ !
সোহাগ প্রেমের পরশে তুমি অঙ্কুরিত হবে তাদের মতো,
হবে পরিণত, ক্ষয়ে যাবে এই জীবনের সহস্র ক্ষত ।
আলো অন্ধকার ডেকে যাবে তোমার শাখায়
শত বিহঙ্গ যেমন করে ডেকে যায় ।
আঁকড়ে থাকবে আমার মাটি,
শিকড় চলে যাবে বহুদূর......
যেখানে জেগে আছে শেষ অন্ধকারের সুর ।
তারপর একদিন মাটি যাবে ক্ষয়ে
ধ্বংস আসবে বয়ে......
মাটির সাথে একাত্ম হয়ে শুকিয়ে যাবে বৃক্ষ !
ক্ষয়ে যাওয়া মাটির বুকে মাথা রেখে
ঘুমিয়ে যাবে চিরতরে
চরম অন্ধকারের খেলাঘরে ।


রচনা : ১৩/১১/২০১৩