নির্জন দুপুরে তন্দ্রার ভিতর_
একটা শঙ্খচিলের মতো উড়েছি আকাশে
প্রজাপতির মতো রঙীন ডানায় ছুঁয়েছি ঘাসফুল,  
অবশেষে ক্লান্ত ঘুঘুর মতো ক্লান্তি জড়ানো সুরে
গেয়ে গেছি সাদাকালো স্বপ্নীল গান ।
গড়েছিলাম এক ইপ্সিত মানবী
স্বপ্নই ছিল যার উপাদান ।
তার হাত ধরে পেরিয়ে গেলাম অনেকটা পথ
আলো অন্ধকারে ভেসে.......
অবশেষে অজানা শিহরণে কম্পিত হয়েছি বারবার,
নিশ্চিহ্ন করেছি সুখ স্বপ্ন বন্দীর মৃদঙ্গ কারাগার !
হঠাৎ অন্ধকার চারিধার, ডুবে গেলাম........
সে যেন হারিয়ে যাচ্ছে দূরে দিগন্তে.......
বিনিদ্রতা হত্যা করল তাকে তন্দ্রার সীমান্তে
সেই মেয়েটাকে ;
ছড়িয়ে পড়ল এক ঝলক রক্ত চারিধার !
কিছু মনে নেই আর, এই অবকাশ......
শুধু মনে আছে :
রক্তের দাগ টেনে লিখব একটা কাব্য - ইতিহাস ।


রচনা : ১৫/১১/২০১৩