পুবের কোনে জেগে আছে রাশপূর্ণিমার চাঁদ
অভিসারমুখী এলোকেশী এক নারীর মতো
যার চোখে মুখে দুর্মর চঞ্চলতার ক্ষত ;
রুপোলি আঁচলার শাড়ি, প্রশান্ত নিরবতা
সর্বাঙ্গে তার সুপ্ত ব্যাকুলতা ।
বাধাহীন পথে এগিয়ে চলেছে সে ধীর পায়ে
যেন স্পর্শিতে চায় ইপ্সিত মেঘমালা
যেখানে সাঙ্গ হবে সব খেলা
মেঘের সাগরে - উত্তেজনা ভরা শান্তির খেলাঘরে ।  
রাত্রির শেষ প্রহরে
সে যেন পেয়ে গেছে তার সমস্ত সুখ,
শান্ত হয়ে গেছে গভীর নীলিমার মতো ;
সর্বাঙ্গে ক্লান্তির ক্ষত
জড়ানো শান্ত নিরব হাসি
ভোরের আবছা আলোয় ধীরে ধীরে ম্লান হয়ে গেল,
একসময় হারিয়ে গেল অশান্ত মেঘমালার বুকে....
শেষ হয়ে গেল সব কথা
শেষ হয়ে গেল
উড়ে গেল একটা অধ্যায়ের ছেঁড়া পাতা.......


রচনা : ১৬/১১/২০১৩