উনিশটা বছর কেটে গেছে
বাংলার মাঠে ঘাটে কান্না হাসিতে,
চাপা পড়ে গেছে বিবর্ণ ধূলোয় ।
মনে হয় সেইদিন !
এই তো সেইদিন জেগেছিল দেয়ালার রাতগুলো,
মায়ের আঁচলে ঘুমপাড়ানিয়া গানে
ঘুম ঘুম চোখে রুপকথার রাত্রি,
এই তো সেইদিন শাপলা ভরা ঠাকুর পুকুরে সাঁতারের মজা,
এই তো সেইদিন চোর পুলিশের খেলা, আতিপাতি ঘাসফোঁকা কাবাডি সারাটি বিকেল ধরি......
মনে হয় এইতো সেইদিন !
হায় ! কেটে গেল উনিশটা বছর,
উনিশটা শিশির ভেজা পৌষ ।


আজও খুঁজে ফিরি খোলা প্রান্তরে,
ঘরের আনাচে কানাচে
ঘরে ফেরা বলাকার ভিড়ে,
চেনা উত্তুরে শীতল বাতাসের অনুভবে
খুঁজে যাই সন্ধ্যার তারায় তারায়,
শঙ্খধ্বনির বুকে, প্রদীপের জ্বলন্ত শিখায়, খুঁজে যাই শীতের সকালে ঘাসে ঘাসে
গাছের পাতায় পাতায় প্রকৃতির মৃদু কান্নায়
খুঁজে যাই সেই উনিশটা বছর ।


রচনা : ১৮/১১/২০১৩