একটা জোনাকি
জেগেছিল ঘরের ভিতর সারারাত
ধরেছিল অতৃপ্ত স্বপনের দুটি হাত ;
না পাওয়ার যন্ত্রণায় চড়ে
অবাধ বিচরণ ছিল তার.....
ভেঙেছিল হৃদয়ের সংসার !
মৃদু আলোর বুকে পড়ে থাকা
নিরব সুখেরা পাড়ি দিয়েছিল বহুদূর.....
শুধু পড়ে ছিল বোবা কান্নার সুর সারারাত.....
ছিল অশান্ত জোয়ার হৃদয়ের সিন্ধু ভরা
বোবা ব্যথার হাত ধরে
ঝরেছে প্রশান্ত অশ্রুধারা সারারাত.....
সারারাত দেখে গেছি ধ্বংসলীলা :
ক্ষত বিক্ষত উপকূল ভগ্ন খেয়া সেই বেলা ।
সেই জোনাকিটা ছিল ভগ্ন ধ্বংসস্তুপের পর
ছিল হৃদয় ভাঙার ওস্তাদ কারিগর !


রচনা : ১৯/১১/২০১৩