সেদিন জোছনা রাতে
একাকি হেঁটেছি একটা ধ্বংসস্তুপের বুক চিরে
ধীরে ধীরে হেঁটে গেছি ছুঁয়ে গেছি ভগ্ন ঘর বাড়ি
অসহায় লাশের নিথর অবয়বগুলি.......
সে রাত কেটে গেছে ।
তারপর কোন এক রাতে ভরা জোছনাতে
হেঁটেছি সেই পথে : ধূধূ বালু প্রান্তর কয়েকসারি বৃক্ষ,
তাদের নীচে কয়েকটি লাশের সমাধি !
প্রশান্তির নিদ্রা জুড়ে আছে তারা......
আমার নিরব অশ্রুধারা
ঝরেছে তাদের পরে সেই রাতে ।
একবুক অন্ধকার নিয়ে জেগে আছে আমার অস্তিত্ব !


সেদিন জোছনা রাতে
ক্ষয়ে গেছে হৃদয়ের উর্বর জমি বালুঝড়ে,
ফিরে গেছে অভিমানী ললনা,
সেদিন না পাওয়ার যন্ত্রণায়
জর্জরিত মৃত্তিকায় উষরতার অট্টহাস্যে
ছারখার হয়ে গেছে সব : এক ধ্বংসস্তুপ !
আশা আকাঙ্খার সমাধি হয়েছে অন্ধকারের ছায়ে !
অতৃপ্ত স্মৃতিগুলো দাপিয়ে বেড়ায়
হৃদয়ের সুতীক্ষ্ন অলিগলি বেয়ে.........
আমি যেন রিক্ত হয়ে গেছি
সেদিন জোছনা রাতে !
একবুক অন্ধকার নিয়ে জেগে আছে আমার অস্তিত্ব !


রচনা : ২০/১১/২০১৩