যখন  শূন্য মন শূন্য প্রাণ
        শূন্য বাড়ি ঘর,
        দুঃখ তখন হবে আপন
        সবাই হবে পর ।
যখন  শূন্য পথ শূন্য মাঠ
        শূন্য তাল বন,
        শান্ত মনের ভাবনারা
        হবে আপনজন ।
যখন  শূন্য জমি শূন্য গোলা
        ফাঁকা খামার বাড়ি,
        হতাশা তখন হবে নিজ
        সবাই দেবে আড়ি ।
যখন  শূন্য শাখ শূন্য শাখী
       পত্র গেছে ঝরে,
       বিহঙ্গেরা আসবে না কো
       গাইবে না কো সুরে ।
যখন  শূন্য খাতা শূন্য পাতা
       শূন্য মন কুঠি,
       ভাবনারা করবে তখন
       শূন্যে ছোটাছুটি ।
যখন  শূন্য গান শূন্যাকাশে
       শূন্যে নাই নীল,
       ব্যথার রঙে ভরিয়ে দেবে
       একটা শঙ্খচিল ।


রচনা : 2004  


** (এই কবিতাটি যখন লিখেছিলাম তখন আমি অনেক ছোট : পঞ্চম শ্রেণিতে পড়ি । কাল রাত্রে পুরানো খাতাপত্র ঘাটাঘাটি করতেই হঠাৎ এই কবিতাটা পেলাম ।)**