মাঠের সব ধান উঠে গেছে ঘরে
সোনালী শিষগুলো আর নত হয়ে
করে না ক্রন্দন মাটির পরে,
এখন বিকেলে নিরব অশ্রু শুধু
জেগে থাকে ঘাসে ঘাসে ;
কয়েক ঝাঁক বনপায়রার দল নেমে আসে
ক্ষণিকের অন্বেষণ পরে
নিরাশ হৃদয়ে উড়ে যায়, ফিরে যায় নীড়ে ;
ওপাড়ার সাঁওতাল মেয়েটাও ফিরে গেছে ক্ষেতে ক্ষেতে ঘুরে ।
তারা জেনে গেছে : মাঠের সব ধান উঠে গেছে ঘরে ।
শূন্য মাঠে এখন জেগে আছে কুয়াশার আঁচল,
জেগে আছে ঘাসফুল শিশিরের জল......
মুক্তিরা হাসে মাঠের আনাচে কানাচে
আলো অন্ধকারে ।
একাকি আলপথে শূন্যপায়ে আমি,
চেয়ে দেখি : সব ধান উঠে গেছে ঘরে ।


রচনা : ২৩/১১/২০১৩