জাগবে জীবন জাগবে যে প্রাণ
অন্ধকারের পরে,
নতুন আলোক মাখবে যে গায়
ছোট্ট আতুর ঘরে ।


নতুন প্রদীপ ছড়িয়ে যে দেবে
পথ ভরা কত আলো,
দীর্ঘ শিখাতে জ্বলবে প্রদীপ
মুছবে আঁধার কালো ।


কত দিন রাত হয়ে যাবে পার
বছর যাবে যে চলে,
ছোট্ট জীবন উঠবে যে বেড়ে
দুঃখ সুখের কোলে ।


একদিন সে যে মায়া মমতার
আঁচল যে যাবে ছেড়ে,
জীবনের বাঁধা নিয়ম যে তার
সবকিছু নেবে কেড়ে ।


একদিন নিভে যাবে যে প্রদীপ
জড়াবে অন্ধকার,
নিয়তির সাথে হয়ে যাবে সে যে
আলোক সিন্ধু পার ।


আঁধার থেকে যে নেমে আসে প্রাণ
আঁধারেই শেষ সুর,
আলোর বুকেতে খেলাঘর বেঁধে
হারায় যে বহুদূর ।


রচনা : ১২/০৩/২০০৮