একদিন আমি হেঁটে গেছি সরু আল বেয়ে
হেমন্তের এক শেষ বেলায়
মেখেছি খালি পায় ঘাসের পরে জেগে থাকা
প্রকৃতির নিরব কান্না ।
আমি সেদিন হেঁটে গেছি বহুদূর
চরম সাধ পূরণের প্রত্যাশায় :
খুঁজেছিলাম একটা বিকেল
অতীত গর্ভে জমে থাকা সেই অবুঝ জীবনের ।
আমি জানি শিশির সিক্ত ঘাসের বুকে
অনন্ত সুখে ঘুমিয়ে আছে......
স্পর্শেছিলাম আঙুল দিয়ে :
এক শীতল অনুভূতি, শিহরণ কম্পন !
তারপরও হেঁটে গেছি.......
দিবারাত্রির সন্ধিক্ষণে আমি সেই অনুভূতির
প্রেম নিয়ে প্রশান্ত প্রেমিক শিশির ভেজা পায়,
একমুঠো ব্যর্থতা নিয়ে বাড়ি ফেরার তাড়া ;
বলাকারা সব ফিরে গেছে তখন,
পশ্চিমে জেগে ছিল সন্ধ্যার তারা ।


রচনা ১১/১১/২০১২