কাল শুনেছি পাহাড়ের গান
বুকের মাঝে ধরে রাখা তার
শত শত বৃক্ষের মৃদু আলোড়ন
কম্পন উত্তুরে বাতাসে ।
কতযুগ ধরে তীক্ষ্ন গম্ভীরতার আহ্বান চতুর্দিকে
দিবারাত্রি জেগে আছে এক চাপা অভিমান ।
বুক চিরে শত শত সিঁড়ি.......
গভীরে গহীনে শত প্রস্তর শত বৃক্ষের মাঝে
একটা স্বপ্ন বাড়ি, দিনরাত আনাগোনা
নব স্বপ্নের সম্ভার - সেটা শুধুই আমার
পাহাড়ের বুকে অনন্ত সুখে.......


কত প্রাচীন ঐতিহ্য কত স্মৃতি জড়িয়ে
যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা নিশ্চুপ নিশ্চলে
মৃদু কোলাহলে একাকি ।
উড়ে যায় কত পাখি, ঝরে যায় কত ফুল
বয়ে যায় কত সমীরন
জেগে থাকে খোলা আশমান ।
আমি একাকি হেঁটে গেছি
পাহাড়ের পথ ধরে ঘুরে ঘুরে,
শুনেছি শুধু তার জমে থাকা কত গান ।


রচনা : ২৫/১২/২০১২