একটা পাখি ডেকে গেল
ইতিকা বেলার বিধুর ক্ষণে
যখন আকাশ ঢেকেছে ধূসর গোধূলির চাদর,
ঘুমের পথে পাড়ি জমিয়েছে আলোর বাসর
বিদায়ের গানে
একটা পাখি ডেকে গেল সেই বিরহের ক্ষণে ।
কত বলাকারা উড়ে গেল ঘরে
ফিরে গেল চঞ্চল হাঁসের দল,
মেঘের সাগর অশান্ত টলোমল
মুছে গেল সব রং ধীরে ধীরে......
দুরে প্রান্তরে শিশিরস্নাত প্রেমিক প্রেমিকারা
গেল ফিরে, নেমে এল আঁধারের ঢল ।
প্রদীপ জ্বলেছে তুলসীর কোলে
ফুটেছে সন্ধ্যাবেলার তারা
জেগে আছে একফালি চাঁদ পুব আকাশের কোনে,
শিশির ভেজা ডানায় উড়ে গেছে একটা পাখি
ইতিকার সেই বিধুর ক্ষণে ।


রচনা : ২৮/১১/২০১৩