বাগানের লাল গোলাপকে বলি :
ফিরিয়ে দে ভালোবাসা,
বুকের রক্ত ঢেলে দেব তোরে
বাঁচা স্বপ্নের ভাষা ।


তাই শুনে মোরে গোলাপ যে বলে :
আমায় হত্যা কর,
আমার রুপকে সাক্ষী রেখে যে
ভিখারীর ঝুলি ধর ।


যদি পাস ভিখ্ সার্থক হবে
গোলাপ হয়ে যে ফোটা,
কিছুটা হয়তো ঝরবে রক্ত
বৃন্তে আছে যে কাঁটা ।


ধীরে ধীরে আমি গোলাপকে বলি :
তুই খুব ভালো জানি,
গোলাপ যে বলে : প্রেমের প্রতীকে
জন্ম আমার মানি ।


গোলাপ যে বলে : দুঃখ নাই রে
এই মন জুড়ে মোর,
প্রেমের জগতে ফোটাই যে আমি
নব আলোকের ভোর ।


তার কথা শুনে নিশ্চুপ আমি
কেমন ত্যাগের গান !
এই সুরেতেই ভাঙবে প্রিয়ার
নিরব সে অভিমান ।


রচনা : ০১/১২/২০১৩