পাখি বলে:ও গোধূলি
তুমি বড়োই ধূসর !
বিবর্ণ ধূলিতে কেন
কাঁদে বালুচর ?


গোধূলিটা বলে:মোর
এই বিদায়ী অন্তর,
অন্ধকারের বুকে গিয়ে
বাঁধি খেলাঘর ।


উষা হয়ে ফিরে আসি
অন্ধকারের পরে,
কত জন্ম কত মৃত্যু
দিবারাত্রি ধরে ।  


পাখি বলে:ওহে বন্ধু
যাই তবে ঘরে,
উষাবেলা হবে দেখা
সোনালী রোদ্দুরে ।


রচনা : ২২/০৪/২০০৯