আঁধার থেকে আলোয় এসে
ছোট্ট পথে হাঁটা,
সেই পথেতে থাকে যে সুখ
থাকে দুখের কাঁটা ।
স্বপ্ন কত ভরে থাকে
পথের চারিধারে,
কেউ বা আসে সত্যি হয়ে
কেউ বা অন্ধকারে ।
পথের মাঝে হঠাৎ পাওয়া
হয়তো জীবন সাথী,
হৃদয় ভরে প্রেমের সুরে
হাজার স্বপ্ন বাতি ।
আশার দোলা মনের ভিতর
স্বপ্নের আলো লাগে,
ভাগ্যের কাছে দু'হাত পেতে
অনন্ত সুখ মাগে ।
কারও ভাগ্য হয় বা সদয়
কারও ভাগ্য ফাটা,
কান্না হাসির ভেলায় চড়ে
নিরবে পথ হাঁটা ।
পথের শেষে নিভে যে যায়
জীবন প্রদীপখানি,
চোখের জলে হয়তো একা
নিরব অভিমানী ।


রচনা : ০৮/০৬/২০০৭