তন্দ্রার সীমা পরীসীমা শেষে
স্বপ্ন দেখা বড়ো অপরাধ মনে হয় !
অপূরণের বিষণ্ণতায় মৃন্ময় বিনিদ্রতা
রেখে যায় সহস্র সংশয়
রেখে যায় বোবা কান্নার বিন্দু বিন্দু জল,
কাদামাটি ঘেরা মৃদঙ্গ খেলাঘর সিক্ততার আলিঙ্গনে
সুখগুলো নিয়ে ভঙ্গুর টলোমল
দিয়ে যায় এক পৃথিবী অন্ধকার ।
স্তব্ধ সব পারাপার
সব এলোমেলো অতৃপ্ত স্বপনের সংসার
হৃদয়ের ঘরে, দুই অপাঙ্গে
বর্ণহীন অশ্রু নিয়ে বিষণ্ণতার সঙ্গে
পেরিয়ে গেছি বিনিদ্রতার ধূ ধূ প্রান্তর ;
তন্দ্রার ভিতর হেঁটে গেছি বহুদূর.........
পূর্ণতার সুর দিয়েছিল এক পৃথিবী শান্তি,
তন্দ্রার বুকে এঁকেছিলাম তন্দ্রার সুর-একটু ক্লান্তি :
কত আনন্দ কত সুখ উজ্জ্বল মৃন্ময়.....
দু'নেত্র মেলে স্বপ্ন দেখা বড়ো অপরাধ মনে হয় !


রচনা : ০৫/১২/২০১৩