যখন দেখলাম তারে
ওই মেয়েটারে
তখনও গোধূলি ঝরেনি
চোখের পলকও পড়েনি
গভীর থেকে গভীরে
হৃদয়ের হৃদয়ে গেঁথে
কামনার খেলাঘরে
ওই মেয়েটারে.......
অতৃপ্ত কথামালা বললাম একদিন
সুরে সুরে বিহগের মতো
নিশ্চিহ্ন হয়েছিল সহস্র ক্ষত ;
উত্তরের অপেক্ষায়
তার বাড়ির দরজায় আমি নিশিদিন
বাজিয়েছি বোবা কান্নার বীণ ;
তারপর একদিন
উঠে এল কিছু নজ্ঞর্থক কথামালা
সাঁজালের বেলা :
'না এই শোনো এটা সম্ভব নয় ।'
তাহলে হল কি যন্ত্রণারই জয় !
তারপর ঘনাল অন্ধকার চারিধার.....
যন্ত্রণায় ঘেরা
অতৃপ্ত ভালোবাসা নিয়ে
আমি এক বিক্রেতা,
গেলাম জোনাকির কাছে :
'ওগো জোনাকি ?
ভালোবাসা আছে নেবে নাকি ?'
নিশ্চুপে উড়ে গেল সব জোনাকি
দেখি জেগে ওঠে সব পাখি
করে ডাকাডাকি ।
এক অন্ধকার কেটে গেছে
বোবা কান্নারা জেগে আছে
দৃঢ় এক অন্ধকারে............
এখনও নিশিদিন ভাবি :
কেন দেখলাম তারে, ওই মেয়েটারে !


রচনা : ০৬/১২/২০১৩