ধূলো মাটি বুকে ঝরে শিশিরের জল
সবটুকু গিলে খায় মাটির আঁচল ।
মাটি হেসে বলে ওঠে 'কতো অসহায় !
বৃথা তোর ঝরে পড়া এই বুকটায় ।'
শিশিরের জল বলে 'এই বেলা থাক,
আষাঢ়ের বেলা হবি চিটচিটে পাঁক ।'


রচনা : ২২/০৫/২০০৮