সাঁজের বেলা চাঁদ উঠেছে পুব আকাশের কোনে
সন্ধ্যা প্রদীপ দীপ্ত শিখায় জ্বলছে তুলসী থানে ।
ওই যে দূরে চাঁদের পাশে
একটি তারা জেগে আছে
তাই দেখে মন কল্পনাতে হাজার স্বপ্ন বোনে,
অতীত যেন তাদের মাঝে নিরব অভিমানে ।


হৃদয় আমার হারিয়ে যায় কোমল শঙ্খ সুরে
ভাবনাগুলো বাঁধে বাসা ভাবন খেলাঘরে ।
সাঁজাল ঘেরা এই প্রকৃতি
জ্বলছে আমার হাজার স্মৃতি
যেমন করে জ্বলছে তারা সন্ধ্যা আকাশ জুড়ে,
উঠোন যেন তন্দ্রা গেছে জোছন আলো মুড়ে ।


জোছনা মাখা শান্ত ধূলো শান্ত পথের বাঁকে
সব কোলাহল তন্দ্রিছে যে সাঁজাল ধোঁয়া মেখে ।
ডাকছে ঝিঁঝিঁ পলাশ বনে
সুর যে আঁকে আমার মনে
ক্লান্ত পাখি ছোট্ট নীড়ে তাল পলাশের শাখে,
হৃদয় ছোটে জোছনা ভরা পথের আঁকে বাঁকে ।


সাঁজের বেলা চাঁদ উঠেছে হৃদয় গেছে চুরি
ডাকছে যেন আয়রে তোরে বুকের মাঝে ধরি ।
প্রিয়ার মুখটি চাঁদের বুকে
দেখছে আমায় কাজল চোখে
মেঘের বুকে উড়ছে প্রিয়ার জোছন মাখা শাড়ি,
বাজছে প্রিয়ার পায়ের নুপূর হাতের রঙীন চুড়ি ।


রচনা : ২২/০৩/২০১৩