চোখে চোখে দেখাদেখি মনের মিলন
প্রেম কত দুটি হৃদে জাগে প্রতিক্ষণ ।
ভাবনাতে কত ছবি করে আঁকাআঁকি
কত রঙ স্বপনেতে ভরে দুটি আঁখি ।
খাদহীন হৃদয়ের এই ভালোবাসা
হারায় না কভু তারা স্বপনের ভাষা ।
আঁধার পেরোতে হয় কষ্টগুলো ধরে
সুখে দুখে বাঁধে ঘর আলো অন্ধকারে ।
সব বাধা পিছে রেখে মিলে দুটি মন
না জানা স্রোতের বুকে ভাসায় জীবন ।
জীবনের শেষে এসে ভাবে লাভ ক্ষতি
দুটি প্রাণ ছেড়ে যায় রয়ে যায় স্মৃতি ।
দুটি মনে প্রেম যদি অকৃত্রিম হয়
দু'পথের শেষেও যে হয় না রে ক্ষয় ।


রচনা : ১৪/০২/২০১৩