আজ পৌষের পহেলা ভোর
ঘুমের শেষে খুলে দেখি দ্বোর :
কই পালটায় নি তো কিছু !
- সেই শীতল বাতাস, নির্মল আকাশ,
জেগে ওঠা পাখি.......
উষাও খুলেছে তার দুই আঁখি-রক্তিম ।
ঘরের উঠোনে শিশিরস্নাত খড়ের পালুই,
শিশির বিন্দু পথের দু'পাশে ঘাসে ঘাসে
পলাশের পাতায় পাতায়........
ঘুমন্ত ভুলো কুকুরটা লেজ গুটিয়ে
খড়ের গাদায় নিশ্চুপ আগের মতোই ;
আগের মতোই বাবা গেল
চাদর জড়িয়ে তাঁতের খোয়াড়ে,
আগের মতোই মা দিল
গোবরের জল ঘরের দুয়ারে ।
কার্তিক অগ্রহায়নের মতো দেখি পালটায় নি কিছু
আজ পৌষের পহেলা ভোরে !
অবশেষে শিশিরের ভারে নুয়ে পড়া ঘাসফুলের মতো
করলাম মাথা নত প্রকৃতির কাছে,
কিছু চাইলাম না ,শুধু দেখলাম :
কিভাবে প্রকৃতি অপূর্ণতার আঁধার সরিয়ে
পূর্ণতা দেয় - শুধুই দেখলাম আর বললাম :
এখানেই শান্তি এখানেই ভ্রান্তি
এখানেই ক্লান্তি এখানেই মুক্তি.............

রচনা : ১৭/১২/২০১৩