পিছে যাব ফিরে পাব দেয়ালার রাত,
ধরব যে সেই ছোট ছেলেটার হাত ।
শান্ত যে মা'র ওই আঁচলের তলে,
সুখে যে ঘুমিয়ে আছে স্বপনের কোলে ।
চাই তারে, চাই আমি হারানো জীবন,
দেয়ালার রাত ফিরে পেতে চায় মন ।

রচনা : ২৫/০৬/২০০৯