ওগো প্রিয়ে
যুদ্ধ হয়ে গেছে শেষ হৃদয়ের এই বিষন্ন প্রান্তরে,
নির্বিচারে হত্যা করেছ আশা আকাঙ্খা !
পুড়িয়েছ স্বপনের জমিন !
চারিধারে তঞ্চিত রক্ত, কালো ছাই
আর তোমার বিজয়ের হুংকার :
যেন একটা সাম্রাজ্যের পতন কালের মুখে !
মনে রেখো
এই বিষণ্ণ প্রান্তরের নিরব কান্না
আর আমার পৃথিবীর রুক্ষতার আলোড়নে
টলবে একদিন তোমারও পৃথিবী !
তুমিও কাঁদবে একদিন !
নেমে আসবে পতন. . . . . .
এ আমার অভিশাপ নয়, এ হবে তোমার নিয়তি ।