সন্ধ্যা নেমেছে মাঠে আর ঘাটে, একফালি চাঁদ হাসে,
চুপিচুপি এসে জোছনা ছড়ায়ে আমারে যে ভালোবাসে ।
জ্বলছে প্রদীপ বাজছে শঙ্খ তুলসীমঞ্চ কোলে,
জোছন চাদর জড়িয়ে যে আমি ভাসি দু চোখের জলে ।
কোথায় গেছে রে মোর প্রিয়তমা পাই না বুকের কাছে,
চাঁদ বলে - তুই দেখ মোর বুকে নিরবে লুকিয়ে আছে ।
ওগো চাঁদ তুমি তোমার বুকেতে সুখে রেখো শুধু তারে,
তবেই শান্তি পাব আমি ওগো এই জীবনের তরে ।