ভোরের নদীর মতো আমি_
শান্ত হতে চাই,
সুদূর নীলিমার মতো আমি_
নিরব হতে চাই
তবুও সন্ধ্যাতারার মতো
জ্বলতে চাই সারাবেলা ।
ধূসর কুয়াশার মতো আমি_
শুভ্র হতে চাই,
ভোরের শিশিরের মতো আমি_
ঝরতে চাই পাতায় পাতায়....
পূর্ণিমার চাঁদের মতো আমি_
হাঁটতে চাই গুটি গুটি পায়....
তোর অপাঙ্গে কাজল হতে চাই
ঝরতে চাই তোর অশ্রু হয়ে,
তোর পায়ের নুপূর হতে চাই
বাজতে চাই রাগে অভিমানে,
হতে চাই তোর আঁচলের নীল নক্সা,
হতে চাই তোর যন্ত্রণার ভেলা !
আমি তোর মনে
সন্ধ্যাপ্রদীপের মতো জ্বলতে চাই সারাবেলা ।  
আর হতে চাই...................................