গোধূলি ঘুমিয়ে গেল
দিবা সীমান্তে
সাঁজালের ধোঁয়া বুনল
আঁধারের জাল,  
সব পাখি ফিরে গেছে নীড়ে
মৃত স্বপনের মতো :
একটা জীবনের শেষ.......