এক পৃথিবী প্রান্তর আমি হেঁটে গেছি
তোমার নীল ওড়নায় মুখ লুকোতে
এক পৃথিবী শান্তির আকাঙ্খায়......
এই অন্বেষা মন আজ
তোমার প্রেমের পিছুটানে ক্লান্তির প্রেমে শান্ত !
এবার ঘুমোবার ইচ্ছা জাগছে হৃদে ।
যেদিন এক পৃথিবী ঘুম নিয়ে
আমি নিরব হয়ে যাব
সেদিন এক পৃথিবী প্রেম দিয়ে যেও গো
আমার শান্তির বিছানায় ।