দিবালোক নিভে যায়
গোধূলি হারিয়ে যায়
পাখি উড়ে যায় কোন দূরে,
অন্ধকারের ছায়ে
মৃত্যুর খেয়া বেয়ে
নিরবে ঘুমায় কাঁথা মুড়ে ।