কিছু ভাবি আর কিছু লিখি
ভাবনের কাছে কিছু শিখি
স্বপনের আলো গায়ে মেখে
লেখনী আলোক ঝিকিমিকি ।
- 09/05/2007