চাঁদ বলে রুপকথা
স্মৃতিগুলো দেয় ব্যথা
হারানো সে ছেলেবেলা
অশ্রু কাব্য গাথা ।

দেয়ালার রাতগুলো
জোছনায় ভরা ছিলো
এতটা পথের পরে
এলোমেলো হয়ে গেলো !

মায়ের মমতা মায়া
আজ তো করেনা দয়া
সুদূর অতীত পরে
ছিল যে সুখের ছায়া ।

চড়ে স্বপনের ভেলা
কান্নারা করে খেলা
জীবনের আঙিনাতে
ধীরে ধীরে বয় বেলা ।

জানি উড়বেই পাখি
কাঁদিয়ে যে দুটি আঁখি
স্মৃতির জলসা ঘরে
স্বপনেতে তারে আঁকি ।