চাতকের চেয়ে থাকা কালো মেঘ পানে
আশা নিয়ে বাঁধে বুক বৃষ্টির গানে ।
চায় শুধু একফোঁটা বৃষ্টির ছোঁয়া
এটাই জীবনে তার সুবৃহৎ পাওয়া ।
ঝরল বৃষ্টি তার ছুঁল না হৃদয়
শুষ্ক মাটির বুকে পড়ে হল ক্ষয় !
ঝরে গেল মৌনেতে এক ফোঁটা জল
তার সাথে মুছে গেল আশার কাজল ।