বিত্রস্ত হৃদয়ে মোর স্বপন দুর্মরে
রাখতে চায় পদচিহ্ন শাদ্বল প্রান্তরে ।
নিগূঢ়ে সিসৃক্ষু তারা উর্বর জমিনে
মনসিজ স্বপনেরা রয় অবার্চীনে ।