(1)
'ভালোবাসি'-বর্ণমালা
কত তাড়াতাড়ি বলা
এটাকে টিকিয়ে রাখা
জীবনে বিষম জ্বালা ।

(2)
মা'র ছোট্ট আঁচলেতে
কত শান্তি আছে গেঁথে
ছুটে যাই বারে বারে
বেহেস্তের সুখ পেতে ।

(3)
জোনাকির ক্ষীণ আলো
মন ঘরে মুছে কালো
ভাবনার ভেলা চড়ে
কবিতা যে হয়ে এল ।

(4)
ছোট ছোট দুঃখ গাথা
মনে বড়ো দেয় ব্যথা
আঁধারেরা নৃত্য করে
আলো ভরে নিরবতা ।