তকে লিব হামি যাব
দুর পাহারের কলে,
দু'জল মিলা লাইতে যাব
শাপলা লদীর জলে ।
কত্ত হবেক পেম পিরিতি
লদীর বালুচরে,
সারাজীবল কাটাঁই দুব
ফিরব লাই রে গরে ।
হামাকে তুই বাসবি বাল
জরাই লুব বুকে.
পিরিত কইরে দাগ টাইলব
চাদের মতল মুকে ।
রাইখব রে যতল কইরে
ছট্ট কুরেগরে,
সুকে-দুকে বাসবি বাল
হামাকে তুই হরে ।
কইরব রে বিহা তকে
চাদনি আলয় হামি,
রইহে যাবেক চিরসাক্কী
দুরে হন্তরযামী ।
কত্ত তারা চাইবেক হই
দুর আকাশের মাজে,
বিহার রাইতে সাজাঁই দুব
তকে বওহের সাজে ।
তারপরেতে হারাঁই যাব
কত্ত লকের বিরে,
তরা কি হার পাবি কুইজে
দু'জলাকে হরে ।
স্বপুল কত হামার বুকে
বাসবি রে তুই বাল,
তর লাগি যে রাইতের মাজে
জরে চাদের আল ।

রচনা : ২৭/০৭/২০১৩