দিবানিশি মাঝে আলো ও আঁধার
এটাই জানি জীবন,
আলো মাঝে দেহে রবে প্রাণ আর
আঁধারে ছাড়বে ভুবন ।
উষা-গোধূলি গোধূলি আর উষা
এই তো জীবন খেলা,
গোধূলির পানে ছুটছে জীবন
কাটছে রৌদ্র বেলা ।
ঘাসফুল পরে শিশিরের জল
জীবনের মতো লাগে,
জানে না কেউ ঝরবে কখন
সে কোন অচিন বাগে ।
রাতের চন্দ্র জীবনের মতো
পশ্চিমাকাশে ধায়,
শেষ প্রহরেতে দিগন্তে শেষ
ঠিকানাটা খুঁজে পায় ।
জীবনটা হল নীড়হারা পাখি
খোলা আকাশের গায়,
যেদিকেই পারে সুখে দুখে সে যে
অভিলাষে উড়ে যায় ।
সন্ধ্যাপ্রদীপ জীবনের মতো
শিখা নিয়ে জ্বলে উঠে,
শিখা পুড়ে যায়, সারা ঘরময়
বিদায়ী গন্ধ ছোটে ।
জীবনটা যেন রাতের স্বপন
সাদা কালো তার বেশ,
তন্দ্রা হারালে তার সাথে সে যে
হয়ে যায় নিঃশ্বেষ ।
জীবনটা যেন সাদা পাতা মাঝে
নিথর বর্ণমালা,
মুছে যায় তবু রেখে যায় দাগ
বয়ে যে স্মৃতির ভেলা ।

-(30/03/2013)