দুর মাঠে ছুটে একটি ছেলের দল
গোধূলি যখন চারিদিক গিলে খায়,
ওদের মাঝে মা আমি আছি কিনা বল ?
ওই তো ওরা গো বহুদূরে চলে যায় ।
ফুরালে বিকেল সাঁজাল ঢাকবে এসে,
আসবে গো বাবা কাজের থেকে যে ফিরে
দেখাবি না চাঁদ স্নেহাদরে ভালোবেসে ?
গাইবি না গান ঘুমপাড়ানিয়া সুরে ?


বলছ গো তুমি-"নেই ছোট আমি আর,
ভুলে যারে সব অতীত বেলার সুর,
ঘুমপাড়ানিয়া গান সেই কবে কার !
ভুলে গেছি সব চলে গেছে বহুদূর ।"
পারব না মাগো সেই স্মৃতি ভুলে যেতে
ফসল হবে যে ছড়াব ধানের ক্ষেতে ।


রচনা : ১৬/০৬/২০১৩