কার নুপূর বাজিল এই অবেলায়
কে এলো ওগো মোর দরজায় ?
দরজা খুলে দেখি :
একি ! এ যে মেঘবালিকার দল !
এক মুঠো বর্ষা বাদল সঙ্গে নিয়ে
সিক্ত সিঞ্চনে মাঠ ঘাট সব করেছে দখল
উড়ায়ে দিয়াছে বৃষ্টি আঁচল......


ওরে মেঘবালিকার দল
ঝিরি ঝিরি ঝির অঝোর ধারায়
তোরা অশান্ত চঞ্চল -
হঠাৎ কেন বল ?
তারা বলে যে উড়ায়ে সিক্ত আঁচল :
হয়েছে সময় চল মাঠে চল
ঠাকুর পুকুর হবে টলোমল
তটিনী বইবে কলো কলো কল
জোয়ার উঠিবে ছলো ছলো ছল
কেমন হবে রে বল ?
হৃদয়ের বাঁধ ভেঙে দেব তোর
বয়ে যাবে কত জল
নিভৃতে তোর স্বপনে বাঁধিব হৃদয়ের অঞ্চল
ভাবন পাথারে উঠিবে জোয়ার
পাবি না রে খুঁজে তল
সিক্ত বাতাসে বয়ে যাবে শত সৃজনের পরিমল
কেমন হবে রে বল ?


অবশেষে আমি বলে উঠি চোখে ঝরিয়ে অশ্রুজল :
সারাবেলা তোরা জেগে থাক ওরে মেঘবালিকার দল ।  


"বরষার আয়োজন"